মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

৩৮৬ রুশ এমপির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা


DhakaReport24.com || 2022-03-11 00:10:00
৩৮৬ রুশ এমপির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ইউক্রেনের যুদ্ধের প্রতিক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাজ্য সরকার ৩৮৬ জন রুশ সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শুক্রবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি (সোমবার) পূর্ব ইউক্রেনের বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকা লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দেন প্রায় ৩৮৬ জন রুশ সংসদ সদস্য। এরই প্রেক্ষিতে তাদের সম্পদ জব্দ এবং যুক্তরাজ্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ব্রিটিশ।

যুক্তরাজ্য বলেছে, লুহানস্ক এবং দোনেস্কের স্বীকৃতি রাশিয়া মূলত ইউক্রেনে তাদের আক্রমণের জন্য একটি "অজুহাত" হিসেবে ব্যবহার করেছে।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন শত শত রাশিয়ান এমপিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা করেছিল। যুক্তরাজ্য মূলত ইউরোপীয় ইউনিয়নের অনুরূপ পদক্ষেপ অনুসরণ করেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম