মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

শ্রাবন্তীর বেজিকাণ্ডে গাড়িচালক ভরত হাতি গ্রেপ্তার


DhakaReport24.com || 2022-03-10 13:07:45
শ্রাবন্তীর বেজিকাণ্ডে গাড়িচালক ভরত হাতি গ্রেপ্তার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় টালিউড নায়িকা শ্রাবন্তী একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, একটি বেজি বা নেউল ধরে আছেন এই নায়িকা। বেজির শাবকটির গলায় একটি বেল্ট পরানো হয়েছে।  বেশ ভারী একটি শিকল বেল্টে যুক্ত রয়েছে। বেজির শাবকের দিকে হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছেন শ্রাবন্তী। ক্যাপশনে লিখেছেন ‘আকস্মিকভাবে ছোট্ট কিউট বন্ধুর সঙ্গে দেখা।’ হ্যাশট্যাগে লিখেছেন, ‘লাভ অ্যানিমেলস। কিউটিপাই।’

তারপর থেকেই প্রাণী প্রেমীদের তোপের মুখে পড়েন শ্রাবন্তী। জড়িয়ে পড়েন আইনের মারপ্যাঁচে। তার বিরুদ্ধে বণ্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯ ধারায় মামলা হয়েছে। কলকাতার সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দিতে বলা হয় অভিনেত্রীকে।

এদিকে শ্রাবন্তীকে বন দপ্তরের কর্মকর্তারা লাগাতার জেরার পর এক গাড়িচালককে গ্রেপ্তার করা হয়। ওই গাড়ি চালকের নাম ভরত হাতি। শ্রাবন্তী বর্তমানে যে প্রযোজনা সংস্থার হয়ে কাজ করছেন, সেই গাড়িচালক ওই সংস্থায় কর্মরত।

গেল বুধবার (৯ মার্চ) ওই গাড়িচালককেও জিজ্ঞাসাবাদ করা হয়। অফিসারদের জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন ভরত হাতি। তিনি জানান, নিজের বাড়িতেই বেজিটি বহুদিন ধরে পোষ্য হিসেবে রেখেছিলেন। শুটিংয়ের জন্য তাকে সেটে নিয়ে এসেছিলেন। তার কথা শুনে পরবর্তীতে দক্ষিণ ২৪ পরগনার নেপালগঞ্জে ভরত হাতির বাড়ি থেকে বেজিটি উদ্ধার করা হয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন

ঢাকারিপোর্ট২৪.কম/এবি/আরএএম