মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

পৃথিবীর সর্বকালের সেরা ধনী মুসলিম শাসক মানসা মুসা!


আন্তর্জাতিক ডেস্ক
DhakaReport24.com || 2022-03-10 09:34:15
পৃথিবীর সর্বকালের সেরা ধনী মুসলিম শাসক মানসা মুসা!

 

মানসা মুসা। পৃথিবীর ইতিহাস যাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী হিসেবে চিনে। ইতিহাসে সবচেয়ে ব্যায়বহুল হজযাত্রার কথা উঠলে তার কথাই স্মরণ করে মানুষ। অথচ আজ বিশ্বের ধনী ব্যক্তিদের কথা ভাবলেই আমাদের মনে পড়ে বিল গেটস, ওয়ারেন বাফেট অথবা রথসচাইল্ড ফ্যামিলিসহ বিংশ শতাব্দীর নব্য ধনীদের কথা।

২০১২ সালের এক জরিপে বিশ্বের সর্বকালের সেরা ধনীদের তালিকা প্রকাশ করা হয়। মূল্যস্ফীতির হিসেবে মুসার সম্পত্তিকে মুদ্রা রুপান্তর করলে সেটা পরিমাণ হবে প্রায় ১০০ বা ২০০ নয় পুরো ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি।

যেখানে পোপসের জরিপ অনুযায়ী, আধুনিক ইতিহাসের সবচেয়ে সেরা ধনী আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। যার সম্পদের পরিমাণ মাত্র ২০ হাজার কোটি বা ২০০ বিলিয়ন ডলার। আধুনিক ধনকুবদের ইতিহাসে তার মতো এতো বেশি সম্পদ কেউ অর্জন করতে পারেনি। মানসা মুসা যদি বেঁচে থাকতেন তবে তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান অর্জন করতেন। এই ধনকুবের কাছে এতো বেশি পরিমাণ স্বর্ণ ছিলো যে তিনি তার রাজ্য থেকে ১০ কিলোমিটার একটি পথ স্বর্ণ দিয়ে ঢেকে দিতে পারতেন। তার সম্পদ নিয়ে অনুমান করা হয় যে ভারতের ধনকুব মুকেশ আম্বানির সম্পদের চেয়ে বেশি অর্থ একদিনই দান করতেন।

প্রশ্ন হতে পারে, কিভাবে এতো সম্পদের মালিক হন মুসা। ১৪ শতকের পৃথিবীর সবচেয়ে ধনী তিনটি অঞ্চলের একটি অঞ্চল ছিল পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্য। কারণ মালি সাম্রাজ্য তখন প্রকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল। প্রকৃত অর্থে সোনা ফলতো বালির মাটিতে। মুসার অধিকাংশ সম্পদের উৎস সোনা ও লবণ। ব্রিটিশ মিউজিয়ামের তথ্য মতে, মুসার শাসন আমলে প্রাচীন বিশ্বের সোনার প্রায় অর্ধেক মালি সাম্রাজ্যের অধীনে ছিল। শুধু সোনা উত্তলনই নয় পাশাপাশি পুরো দুনিয়ার অর্ধেক লবণ হতো মুসার সম্রাজের অধীনে। এসবের মালিক ছিলেন রাজা স্বয়ং। বিশাল স্বর্ণ ও লবণের বাণিজ্যের বরাতে বিপুল সম্পদের মালিক হয়ে উঠে মুসা। 

মানসা মুসার বিলাসিতা ও তার রাজত্ব সবচেয়ে বেশি আলোচিত হয় যখন সে হজ্ব করতে যায়। মালির এই শাসক মনে করতেন, ইসলাম প্রবেশ মানেই হচ্ছে একটি সভ্য সাংস্কৃতিক দুনিয়ায় পদার্পণ। নিজের সাম্রাজ্যের মধ্যে ধর্ম প্রসারে কাজে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন তিনি। ১৩২৪ থেকে ১৩২৫ সালের মধ্যে হজ্ব করতে গিয়েছিলেন মুসা। ওই সময় তার সঙ্গে ছিল ৬০ হাজার মানুষ। এদের মধ্যে ১২ হাজার ছিল সেবক। যাদের প্রত্যেকের সঙ্গে ছিল একটি করে সোনার বার। তাছাড়াও ৮০ থেকে ১০০টি উট ছিল বহরে। প্রত্যকটি প্রায় ১৪০ কেজি করে সোনা বহন করছিল। যাত্রা পথে কয়েকশো কোটি টাকা মূল্যের সোনা বিতরণ করেন তিনি। 

বলা হয়ে থাকে, হজ্বে মুসা আজকের দিনে প্রায় ১ লাখ ৫০ হাজার পাউন্ড ওজনের সোনা ব্যয় করে ছিলেন। যে কারণে এর পরের কয়েক বছর কায়রো, মক্কা এবং মদিনায় সোনার দাম একেবারেই নেমে গিয়েছিল। এতে অবশ্য শহরগুলোর অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। বেড়ে গিয়েছিল মুদ্রাস্ফীতি। তিনি সোনা নিয়ে গিয়ে ছিলেন হজ্ব পলনের উদ্দেশ্যে ফেরত আসেন জ্ঞান নিয়ে। মক্কা থেকে বেশ কয়েকজন ইসলামিক চিন্তাবিদকে সাথে নিয়ে আসেন মানসা মুসা। যাদের মধ্যে ছিলেন নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) -এর সরাসরি বংশধর এবং কবি ও স্থপিত আবু এস হক এস সাহিনি। যাকে কিনা বিখ্যাত জিজ্ঞারাবার মসজিদের নকশাকার হিসিবে ধারণা করা হয়।
 
কথিত আছে, মানসা মুসা সেই কবিকে পারিশ্রমিক হিসেবে ২০০ কেজি স্বর্ণ দিয়ে ছিলেন। তিনি প্রতি শুক্রবার একটি করে মসজিদ নির্মাণ করতেন। ধনী সেই রাজাকে পশ্চিম আফ্রিকায় শিক্ষা অরসারের অগ্রদূত হিসেবেও বিবেচনা করা হয়। যদিও সেই সাম্রাজ্যের বাইরে তার সে গল্প খুব কম মনুষেই জানতে পেরে ছিলেন। ১৩৩৭ সালে ৫৭ বছর বয়সে মানসা মুসার মৃত্যুর পর তার ছেলেরা আর সাম্রাজ্য ধরে রাখতে পারেনি। ছোট রাজ্য গুলো একে একে বিদ্রোহ করে। এক সময় পরো সাম্রাজু ধসে পড়ে।

ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তি মানসা মুসা। তার সোনার সাম্রাজ্য তার মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেনি। মানসা মুসার সমৃদ্ধ মালি সম্রাজ্য বর্তমানে আফ্রিকার দরিদ্রতম দেশে পরিণত হয়েছে।