মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : অর্থনীতি

১৩ বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ উঠল তেলের দাম


DhakaReport24.com || 2022-03-07 12:09:45
১৩ বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ উঠল তেলের দাম

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাব্যতা নিয়ে মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘোষণার পর জ্বালানি তেলের মূল্য ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ উঠেছে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এ পর্যায়ে উঠেছিল। খবর বিবিসির।

অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেলপ্রতি ১৩৯ ডলার ছাড়িয়েছিল। তবে পরে তা ১৩০ ডলারে নেমে আসে। ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকেই সরবরাহ ব্যাহতের আশঙ্কায় জ্বালানি পণ্যের বাজার চড়া।

জ্বালানি তেল এবং বাসাবাড়ির বিদ্যুৎ ও জ্বালানির বিল বেড়ে যাওয়ায় এরই মধ্যে গ্রাহক পর্যায়ে জ্বালানির উচ্চমূল্যের প্রভাব পড়েছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম