মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিচিত্রা

এক নিশ্বাসে পানির নিচে ১০৭ মিটার হেঁটে বিশ্বরেকর্ড


DhakaReport24.com || 2022-03-06 19:39:45
এক নিশ্বাসে পানির নিচে ১০৭ মিটার হেঁটে বিশ্বরেকর্ড

দম আটকে পানির নিচে কে কতক্ষণ থাকতে পারে, এই খেলা নিশ্চয়ই খেলেছেন ছোটবেলায়। সর্বোচ্চ ১ মিনিট থাকতে পারবেন একজন স্বাভাবিক মানুষ। তবে পানির নিচে কেউ হেঁটে বেড়াচ্ছেন এমন দৃশ্য দেখেছেন কি?

হ্যাঁ, এমনটা করেই বিশ্বরেকর্ড করেছেন এক যুবক। এক নিশ্বাসে অতিক্রম করেছেন ১০৭ মিটার (৩৫১ ফুট ০.৫ ইঞ্চি)। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পুরুষ ক্যাটাগরিতে ক্রোয়েশিয়ার ভিটোমির এই রেকর্ডটি করেন।

এর আগে ২০২০ সালে এই রেকর্ডটি করেছিলেন ক্রোয়েশিয়ার আরেক নাগরিক। ফ্রিডাইভার বরিস মিলোসিক ৯৬ মিটার (৩১৪ ফুট ১১.৫ ইঞ্চি) হেঁটেছিলেন।

ভিটোমির ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর থ্যালাসোথেরাপিয়া ওপাটিজার সুইমিং পুলে এই দুঃসাহসিক কাজটি করেন। হাঁটার সময় যেন উপরের দিকে ভাসতে না আসতে পারেন এজন্য হাতে ছিল ভারী বস্তু। পুলটি মাত্র ৫০ মিটার দৈর্ঘ্যর।

পুরো রেকর্ডটি করতে ভিটোমির সময় লেগেছে ৩ মিনিট ৬ সেকেন্ড। ভিটোমির রেকর্ডটি করার জন্য অনেকদিন থেকেই প্রশিক্ষণ নিচ্ছেন। কঠোর অনুশীলনের জন্যই তিনি এই দুঃসাধ্য কাজটি করতে পেরেছেন বলে মনে করেন ভিটোমির।

তিনি একজন পেশাদার ফ্রিডাইভার। চার বছর আগে তিনি ফ্রিডাইভারিং শুরু করেন। এর আগে তিনি অন্যান্য খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। গত বছর ভিটোমির সাইপ্রাসের লিমাসোলে ২০২১ এআইডিএ ফ্রিডাইভিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একটি স্বর্ণপদক ও দুটি ব্রোঞ্জ জিতেছেন।

শুরুতে দম বন্ধ করে পানির নিচে থাকার অনুশীলন করতেন তিনি। এরপর হাঁটার চেষ্টা করেন। তার আগে তার সহকর্মী এই রেকর্ডটি করেছিলেন ২০২০ সালে। তবে ভিটোমির তার থেকে অনেক এগিয়ে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম