মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : আদালত ও প্রশাসন

তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট


DhakaReport24.com || 2022-03-06 14:24:00
তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় দেশে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট হয়েছে। সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে রিটে।

আজ রোববার (৬ মার্চ) অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির  তিন আইনজীবীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়।

অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির গণমাধ্যমকে জানান, গেল ৩ মার্চ দেশের বাজারে খোলা বোতলজাত বৃদ্ধির ঘটনায় উচ্চ আদালতের নজরে আনা হয়। এ বিষয় আজ রোববার (৬ মার্চ) শুনানির দিনটি ধায্য করেন হাইর্কোট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের সমান্বয়ে গঠিত র্ভাচুয়াল বেঞ্চ একটি পরিপূর্ণের আবেদন করার পরামর্শ দেন। তারই আলোকে আজ এই রিটটি করা হয়েছে।

প্রসঙ্গত, গত মাসে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি করে লিটারে ৮ টাকা । এতে করে তেলের দাম খুচরা বাজারে নিয়ন্ত্রনহীন হয়ে পড়ে ।