মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

ব্যাটিং বিপর্যয়ে ১১৬ রানের টার্গট দিলো বাংলাদেশ


DhakaReport24.com || 2022-03-05 05:19:30
ব্যাটিং বিপর্যয়ে ১১৬ রানের টার্গট দিলো বাংলাদেশ

মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে  আফগাতিস্তানের বিপক্ষে বাংলাদেশ টস জিতে সিদ্ধান্ত নেয় ব্যাটিং করার। ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ৯ উইকেটে মাত্র ১১৫ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ওপেনার মুনিম শাহারিয়ার (৪) দ্বিতীয় ওভারেই বিদায় নেন মোহাম্মদ নবীর বলে। লং অনে উড়িয়ে মারতে গিয়ে বৃত্তের ভেতরে থাকা শারাফউদ্দিনের হাতে দেন ক্যাচ তিনি।

প্রথমবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ২০১৮ সালে ভারতের দেরাদুনে ৩-০ ব্যবধানে সিরিজ হারের প্রায় তিন বছর পর আবারও দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি আফগানিস্তান-বাংলাদেশ।

আফগানিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন ফারুকী ও ওমরজাই। ১ উইকেট করে নেন মোহাম্মদ নবী ও রশিদ খান।

আগের ম্যাচে অর্ধশতকের ইনিংস খেলা লিটন দাস এদিন ১০ বলে ১৩ রান করে ক্যাচ দেন আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে শারাফউদ্দিনের হাতে।

ওপেনার নাঈম শেখ এদিনও ব্যর্থ। ১৯ বলে ১৩ রান করে রান আউট হয়ে ফেরেন সাজঘরে। সাকিব আল হাসান ব্যর্থ এ ম্যাচেও। ওমরজাইয়ের বলে ক্যাচ দেন উইকেট রক্ষকের হাতে, ১৫ বলে মাত্র ৯ রান করে।

শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে দ্রুত রান তুলতে থাকেন মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে জুটি বাধেন ৪৩ রানের। মাহমুদউল্লাহ ১৪ বলে ৩টি চারে ২১ রান করে সাজঘরে ফেরেন রশিদ খানের বলে এলবিডোব্লু হয়ে।

ফারুকীর বলে নবীর হাতে ক্যাচ দেয়ার আগে মুশফিকুর রহিমের ব্যাটে আসে ইনিংসের সর্বোচ্চ ৩০ (২৫) রান। তার ইনিংসে ছিল ৪টি চার।

শেষের ব্যাটাররা ব্যর্থ রান তুলতে। আফিফ হোসেন ৭, শেখ মেহেদী ০, নাসুম আহমেদ ৫, শরিফুল ইসলাম ০ ও সবশেষ মোস্তাফিজুর রহমান করেন ৬ রান।