মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জবি ছাত্রীর যৌন হয়রানির অভিযোগের বিষয়ে যা বললেন ডিবিপ্রধান

>> বিএনপি নির্বাচন বানচালে সফল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো: প্রতিমন্ত্রী

>> রেকর্ড ৬২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে ব্রাজিল

>> চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আবু তাহের

>> সাকিবের বিএনএমে যোগদানের বিষয়টি জানা ছিল না: কাদের

>> বিএনএমের নেতারাই সাকিবকে আমার কাছে নিয়ে এসেছিল: হাফিজ

>> সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক সরকার: রিজভী

>> ভারত মহাসাগর থেকে জলদস্যুতা নির্মূলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : মোদি

>> সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়তে হবে : হাইকোর্টের রায়

>> আইপিএল খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ

আপনি পড়ছেন : জামালপুর

পারিবারিক বিরোধের পর নদী থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2022-03-31 17:59:45
পারিবারিক বিরোধের পর নদী থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ির ঝিনাই নদী থেকে এক প্রবাসী ও তার কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ)  সরিষাবাড়ির কৃষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদী থেকে বাবা-মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। 

বড় ভাইয়ের সাথে পারিবারিক বিরোধের জেরে এ দু'জনকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

জামালপুরের সরিষাবাড়ির উপজেলার কামরাবাদ ইউনিয়নের বয়সিং গ্রামের মৃত জালেক মণ্ডলের পুত্র আব্দুল আজিজ গত বিশ বছর ধরে সৌদি আরব প্রবাসী। 

তিন মাস আগে আজাহার আলী মাটি কাটার এক্সকেভেটর মেশিন কেনার জন্য ছোট ভাই প্রবাসী আজিজসহ অন্য দুই ভাইয়ের কাছ থেকে টাকা নেন। কথা ছিল চার ভাইয়ের নামে মেশিনটি কেনা হবে। 

কিন্তু আজিজ সম্প্রতি দেশে ফেরার পর জানতে পারেন তার বড় ভাই কৌশলে মেশিনটি নিজের নামে লিখে নিয়েছেন। এ ঘটনায় আজাহারের সাথে তার অন্য তিন ভাইয়ের বিরোধ তৈরি হয়। এরপর কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং মামলা হয়। 

মঙ্গলবার (২৯ মার্চ) রাতে বিরোধ মীমাংসার জন্য পারিবারিক শালিস বৈঠক হয়। বৈঠকে মীমাংসা না হওয়ায় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে আজাহার তার ভাড়াটিয়া লোকজন নিয়ে প্রবাসী আজিজের উপর হামলা করেন। 

এ হামলার পর থেকে নিখোঁজ ছিলেন আজিজ ও একমাত্র তার মেয়ে পাঁচ বছর বয়সী জান্নাত। এ ঘটনায় আজিজের স্ত্রী রোকেয়া বেগম বুধবার সরিষাবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন।  

বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ির কৃষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদীতে বাবা-মেয়ের মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে পুলিশ। 

একমাস আগে দেশে ফেরা আব্দুল আজিজের আবার সৌদি যাবার কথা ছিলো আগামী শুক্রবার। আর জান্নাত স্থানীয় একটি মাদরাসায় শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনদের অভিযোগ, আজিজ ও তার মেয়ে জান্নাতকে তুলে নিয়ে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের ইন্ধন রয়েছে।

স্বজনরা আরও অভিযোগ করেছেন, নিখোঁজের পর পুলিশের সাহায্য চাওয়া হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান, পারিবারিক বিরোধের পর আজিজ ও তার মেয়ে নিখোঁজ হন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম