মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

রাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন


রাবি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-29 23:18:00
রাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ: শিল্প, সাহিত্য ও সংস্কৃতি’ শীর্ষক এক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের ১৫০ নম্বর কক্ষে এই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। 

রাবি বাংলা বিভাগ ও বাংলা গবেষণা সংসদ প্রকাশিত এই গ্রন্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে বাংলাদেশ ও ভারতের গবেষকদের ১৫টি প্রবন্ধ স্থান পেয়েছে। বাংলা বিভাগের ৬ জন শিক্ষক সমন্বয়ে একটি পর্ষদ গ্রন্থটি সম্পাদনা করেছে। এই পর্ষদের আহ্বায়ক ছিলেন অধ্যাপক শহীদ ইকবাল।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। প্রধান বক্তা হিসেবে ছিলেন নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি অধ্যাপক (অবঃ) চৌধুরী জুলফিকার মতিন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম