মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব না: বাইডেন


DhakaReport24.com || 2022-03-12 06:51:00
আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব না: বাইডেন

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনে যুক্তরাষ্ট্র সেনা পাঠাবে না বলে দৃঢ় মন্তব্যে করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার (১২ মার্চ) জো বাইডেন এ মন্তব্য করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট টুইটারে লেখেন, "আমি স্পষ্ট বলতে চাই: আমরা ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করব একটি ঐক্যবদ্ধ এবং গ্যালভেনাইজড ন্যাটোর পূর্ণ শক্তিতে।" "তবে আমরা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব না। ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ।"

বাইডে আরও বলেছেন, রাশিয়ার সাথে সরাসরি সম্পৃক্ততার জন্য মার্কিন সেনা পাঠানো বরাবরই টেবিলের বাইরে ছিল।

সাম্প্রতিক দিনগুলিতে, তার প্রশাসন ভ্লাদিমির পুতিন এবং তার দেশের বিরুদ্ধে ক্রমবর্ধমান আক্রমণাত্মক নিষেধাজ্ঞার প্রচারণা চালিয়েছে।

এর আগে শুক্রবার বাইডেন রাশিয়ান অ্যালকোহল, সামুদ্রিক খাবার এবং হীরা আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন এবং নিষেধাজ্ঞার মুখোমুখি অলিগার্চদের তালিকা প্রশস্ত করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম