মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

বিশ্বে করোনায় ১২৪৭ মৃত্যু, সংক্রমণ কমেছে


DhakaReport24.com || 2022-04-19 09:22:15
বিশ্বে করোনায় ১২৪৭ মৃত্যু, সংক্রমণ কমেছে

বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬২ লাখ ২৪ হাজার ৪৪৪ জনের।

এছাড়া নতুন করে আরও ৩ লাখ ১৩ হাজার ৮৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ৭৫৪ জন।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৭৪৩ জন এবং মারা গেছেন ১৩২ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৮৯ জন এবং সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৭৮৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩০৩ জন এবং মারা গেছেন ৮ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৩৪ জন এবং মারা গেছেন ২১৩ জন। ব্রাজিলে মারা গেছেন ৬৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৪৭০ জন। 

এছাড়া ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৩১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪১ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪২ জন এবং মারা গেছেন ১৯ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন ৭৯ জন। ভিয়েতনামে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১২ জন এবং মারা গেছেন ১৩ জন। ফ্রান্সে মারা গেছেন ৪৮ জন এবং আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮১০ জন।

এদিকে, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন হংকংয়ে ২০ জন, ইরানে ২৫ জন, গ্রিসে ৬৪ জন, চিলিতে ৭ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৪ জন এবং ইন্দোনেশিয়ায় ৩৭ জন এবং মেক্সিকোতে ৬ জন।

আগের দিন সোমবার (১৮ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় ১ হাজার ১৮৪ জনের মৃত্যু এবং ৪ লাখ ৫২ হাজার ৬০৩ জন আক্রান্ত হয়েছিলেন।

জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম