মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

৩৯তম বিসিএসের চিকিৎসকদের চাকরির মেয়াদ কমল


DhakaReport24.com || 2022-02-28 14:57:45
৩৯তম বিসিএসের চিকিৎসকদের চাকরির মেয়াদ কমল

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবায় বিভিন্ন করোনা হাসপাতালে কাজ করা ৩৯তম বিসিএসের প্রথম পর্যায়ে নিয়োগ পাওয়া চিকিৎসকদের উপজেলায় চাকরির মেয়াদ এক বছর (প্রমার্জন) কমিয়েছে সরকার। এর আগে দ্বিতীয় পর্যায়ে নিয়োগ পাওয়াদেরও উপজেলায় চাকরির সময়সীমা কমানো হয়েছিল।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সচিব (চিকিৎসা শিক্ষা-১ শাখা) মো. সাইফুল হাসান বাদল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রোববার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৩৯তম বিসিএসে দ্বিতীয় পর্যায়ে নিয়োগপ্রাপ্ত কোভিড ডেডিকেটেড হাসপাতালে পদায়িত চিকিৎসকদের প্রেষণ মঞ্জুরের ক্ষেত্রে সরকার উপজেলা পর্যায়ের চাকরিকাল ইতোমধ্যে এক বছর প্রমার্জন করেছে। ৩৯তম বিসিএসে প্রথম পর্যায়ে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের অনেককে উপজেলা পর্যায়ে পদায়ন করে পরবর্তীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সংযুক্ত করা হয়। বিধায় প্রেষণ মঞ্জুরের শর্ত হিসেবে ওই চিকিৎসকরা উপজেলা পর্যায়ের চাকরিকাল পূর্ণ করতে পারেননি। ৩৯তম বিসিএস (প্রথম পর্যায়) এ নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের উপজেলায় পদায়ন করে জনস্বার্থে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সংযুক্ত করা হয়। বিধায় ৩৯তম বিসিএস দ্বিতীয় পর্যায়ের মতো ৩৯তম বিসিএস প্রথম পর্যায়ে নিয়োগপ্রাপ্ত কোভিড ডেডিকেটেড হাসপাতালে পদায়িত চিকিৎসকদেরও প্রেষণ মঞ্জুরের ক্ষেত্রে উপজেলা পর্যায়ের চাকরিকাল এক বছর প্রমার্জন করা হলো।

এতে আরও বলা হয়, কোভিড ডেডিকেটেড হাসপাতালে কোনো চিকিৎসকের কর্মকাল এক বছর না হলে তিনি কোভিড ডেডিকেটেড হাসপাতালের কর্মকাল অনুযায়ী প্রমার্জন প্রাপ্য হবেন।

উল্লেখ্য যে, এ প্রমার্জন ভবিষ্যতে অনুরূপ ক্ষেত্রে নজির হিসেবে ব্যবহৃত হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আদেশের অনুলিপিটি অবগতি জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (স্বাস্থ্য সেবা বিভাগ) সিনিয়র সচিব, সব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি, বাংলাদেশ কলেজ অব ফিজশিয়ানস্ অ্যান্ড সার্জনের সভাপতি ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ (চিকিৎসা শিক্ষা) যুগ্ম-সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম