মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

কিয়েভে বাঙ্কারে জন্ম নিলো শিশু, নাম দেওয়া হল ‘স্বাধীনতা’


আন্তর্জাতিক ডেস্ক
DhakaReport24.com || 2022-02-27 10:37:30
কিয়েভে বাঙ্কারে জন্ম নিলো শিশু, নাম দেওয়া হল ‘স্বাধীনতা’

বাইরে ক্ষণে ক্ষণে বিস্ফোরণ। আকাশে প্রবল শব্দে পাক খাচ্ছে যুদ্ধ-বিমান। কুণ্ডলী পাকানো ধোঁয়ায় ঢেকেছে রাজধানী কিয়েভসহ গোটা ইউক্রেন। এই পরিস্থিতিতে বোমা হামলা থেকে বাঁচতে হাজার হাজার ইউক্রেনীয় আশ্রয় নিয়েছেন পাতাল রেল স্টেশনে আর ঠান্ডা যুদ্ধের সময় তৈরি হওয়া বাঙ্কারে। এই রকমই বাঙ্কারে ভীত-সন্ত্রস্ত মুখের আর্তনাদের মাঝে জন্ম হল এক শিশুকন্যার।

মায়ের আঙুল আঁকড়ে ধরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ওই শিশু। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশ করা হয়েছে সেই ছবি। 

বিবরণীতে লেখা হয়েছে, ‘আমরা যতদূর জানি, এই প্রথম কোনও এক শিশুর জন্ম হল কিভের বাঙ্কারে। পাশেই জ্বলছে বহুতল। রাস্তায় দাঁড়িয়ে আছে রুশ-ট্যাঙ্ক। আমরা ওকে স্বাধীনতা বলেই ডাকব।’

তবে, সংবাদমাধ্যম ‘ডেলি মেল’-এর রিপোর্ট অনুযায়ী, মিয়া নামে ওই শিশুকন্যার জন্ম দিয়েছেন ২৩ বছরের এক তরুণী। প্রসবের সময় ওই তরুণীকে সাহায্য করেছেন কিভের পুলিশকর্মীরা। বর্তমানে মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন।