মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : অর্থনীতি

ফেসবুক-গুগল থেকে ট্যাক্স নিতে এফআইসিসিআই'র পরামর্শ


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-02-10 17:31:30
ফেসবুক-গুগল থেকে ট্যাক্স নিতে এফআইসিসিআই'র পরামর্শ
সংগৃহীত ছবি

ফেসবুক, গুগলের মতো অনাবাসী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ট্যাক্স নিতে পরামর্শ দিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে করপোরেট ট্যাক্সের আদলে ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স আদায় করতে পরামর্শ দেওয়া হয়। গতকাল বুধবার বিকেলে প্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এই পরামর্শ দেয় এফআইসিসিআই। 

বাজেট প্রস্তাবনায় সংগঠনটি জানায়, অনাবাসী প্রতিষ্ঠানগুলো ভ্যাট প্রদান করছে। তবে তারা কোনো প্রকার করপোরেট ট্যাক্স প্রদান করছে না। প্রতিষ্ঠানগুলোর উচিত ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স প্রদান করা। যেহেতু বাংলাদেশে তাদের অফিস নেই সেহেতু তারা লিগ্যাল রিপ্রেজেনটেটিভের মাধ্যমে এই কর পরিশোধ করতে পারে।

এফআইসিসিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়।

সংগঠনের ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশন কনসালটেন্ট স্নেহাশীষ বলেন, মুনাফার ওপর উৎসে কর নির্ধারণ না করে, মোট আয়ের উৎসে কর আরোপ করলে, যৌক্তিক উৎসে কর যেমন নির্ধারণ হবে, তেমনি ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন সংকট হবে না।

বর্তমানে শিল্প কারখানায় করপোরেট কর ৩০ শতাংশ বলা হলেও বিশেষ বিবেচনায় তৈরি পোশাক, চামড়া, ইপিজেডের প্রতিষ্ঠানে ছাড় আছে। গত বছরের শুরুতে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে নিবন্ধন নেয় ফেসবুক, গুগল। এরপর একে একে আমাজন, নেটফ্লিক্স, মাইক্রোসফট নিবন্ধন নেয়।

 

ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম