মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

বিপিএলের দ্বিতীয় পর্ব চট্টগ্রামে


DhakaReport24.com || 2022-01-27 12:12:30
 বিপিএলের দ্বিতীয় পর্ব চট্টগ্রামে

ঢাকায় শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্রথম পর্ব । চার দিনে আট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বিপিএলের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আগামীকাল থেকে বন্দরনগরীতে শুরু হবে বিপিএলের ধামাকা। গতকাল সন্ধ্যায় সবগুলো দল পৌঁছে গেছে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও চার দিনে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

মিরপুরে চার দিনেই প্রায় একই চিত্র দেখা গেছে। দিনের ম্যাচটা লো স্কোরিং, সন্ধ্যার পর রানের লড়াই মঞ্চস্থ হয়েছে। তবে চট্টগ্রামে বরাবরই রানের জোয়ার দেখা গেছে বিপিএলে। এবারও ব্যাটসম্যানদের জন্য উপভোগের সময় এনে দেবে সাগরিকা। তেমনই প্রত্যাশা সবার।

চট্টগ্রামের কিউরেটর জাহিদ রেজা বাবুও আত্মবিশ্বাসী, টি-২০র ধামাকা দেখা যাবে সাগরিকায়। তবে রোদের তীব্রতা কম থাকায় কিছুটা চিন্তিত তিনি। মিরপুরের চেয়ে ভালো লড়াইয়ের আশা করছেন দেশের অন্যতম সেরা এই কিউরেটর। অবশ্য চট্টগ্রামে এখন নেই ভারতীয় কিউরেটর প্রাভীন হিনগানিকর। ছুটিতে দেশে গিয়ে করোনা আক্রান্ত হয়ে পড়েছেন তিনি। তাই এখনো ফিরতে পারেননি চট্টগ্রাম। এবার বিপিএলের এই পর্ব তাই জাহিদ রেজা বাবু একাই সামলাবেন। মাহমুদউল্লাহ, তামিম ইকবালরা রান পেলেও ঢাকায় রান পাননি মুশফিকুর রহিম, নাঈম শেখরা। বিপিএলের শুরু বলেই এখনই দেশীয় ব্যাটসম্যানদের অনেকের রান খরা নিয়ে চিন্তিত নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। চট্টগ্রামে ব্যাটসম্যানরা ফর্মে ফিরবেন আশা করছেন তিনি।

গতকাল নান্নু বলেছেন, ‘আমরা টুর্নামেন্টটা দেখছি। আর বেশির ভাগই (ব্যাটসম্যান) ভালো করতে পারছে না। স্ট্রাইক রেট কারোই খুব ভালো হচ্ছে না। আমার মনে হয়, টুর্নামেন্ট মাত্র শুরু হয়েছে। কয়েকটা ম্যাচ গেছে, চট্টগ্রামে আশা করি ভালো ব্যাটিং দেখা যাবে। অনেকের মানিয়ে নিতেও সময় লাগে।’

গতকাল সাগরিকায় অনুশীলন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগামীকাল প্রথম ম্যাচেই খুলনা টাইগার্সের বিরুদ্ধে খেলবে চট্টলার দলটি।