মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

পদ্মশ্রী ফিরিয়ে দিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়


DhakaReport24.com || 2022-01-26 12:45:15
পদ্মশ্রী ফিরিয়ে দিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়

 

পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়

পদ্মশ্রী খেতাবে সম্মানিত হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন দেশের সংগীতজগতের দুই নক্ষত্র গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে ভারতের কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে সন্ধ্যা মুখোপ্যাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। নব্বই বছর বয়সী এই শিল্পীকে বলা হয়, আমরা আগামীকাল আপনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চাই। আপনি কি নেবেন? তাহলে অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে আপনার নামও ঘোষণা করা হবে? ওপর প্রান্তের কথা শেষ হওয়ার আগেই স্পষ্টভাবে সন্ধ্যা মুখোপাধ্যায় জানিয়ে দেন তিনি সম্মানটি প্রত্যাখ্যান করছেন।

এই প্রসঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায় পরে সংবাদমাধ্যমকে জানান, যে ভাবে তাঁকে পদ্মশ্রী দেওয়ার প্রস্তাব করা হয় তাতে তিনি হতচকিত হয়ে যান। শিল্পী বলেন, যিনি ফোন করেছিলেন, তিনি হিন্দিতে কথা বলছিলেন। তিনি বলেন, আগামিকাল তাঁকে (সন্ধ্যাকে) পদ্মশ্রী সম্মানে সম্মানিত করতে চায় সরকার। তিনি যদি ওই সম্মান নেন, তা হলে তালিকায় অন্যান্য পদ্ম-পুরস্কার প্রাপকের সঙ্গে তাঁর নামও রাখা হবে। এ হেন কথা শুনে গায়িকা প্রথমটায় হতবাক হয়ে যান।

নবতিপর শিল্পীর কথায়, তাঁর সমসাময়িকরা যেখানে যোগ্য কারণেই কেউ ভারতরত্ন, কেউ পদ্মবিভূষণ, নিদেনপক্ষে পদ্মভূষণ পেয়েছেন, সেখানে তিনি পদ্মশ্রী!‌ তৎক্ষণাৎ ওই প্রস্তাব ফিরিয়ে দেন শিল্পী। স্পষ্ট ভাষায় তিনি তা জানিয়েও দেন ফোনের ও-প্রান্তে থাকা ব্যক্তিটিকে।

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তাঁর পূর্বসূরির পথ ধরেই পদ্মশ্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন।  ১৯৮৭ সালে পদ্মশ্রী দেওয়া হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়কে। ক্ষুব্ধ, অপমানিত ও অসম্মানিত হেমন্ত ফিরিয়ে দিয়েছিলেন সেই সম্মান।

ফেরালেন পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ও

দীর্ঘ অর্ধ শতকেরও বেশি সময় ধরে শাস্ত্রীয় সংগীতের জগৎ মাতিয়ে রেখেছেন প্রবাদপ্রতিম তবলাশিল্পী পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় সরকারের তরফে তাঁর কাছেও ফোন আসে। ফোনে জানানো হয়, তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হবে। কিন্তু পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় তৎক্ষণাৎ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

পরে তিনি সংবাদমাধ্যমকে জানান, এত দিন পরে তাঁর মতো শিল্পীকে পদ্মশ্রী দিয়ে সম্মান জানানোটা যথাযথ সম্মান নয়। এই প্রস্তাবে তিনি আহত ও অসম্মানিত বোধ করছেন। শাস্ত্রীয় সংগীত জগতে তাঁর যা অবদান তার সমস্ত নথি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরে রয়েছে। সেখানে সকলেই তাঁকে পদ্মভূষণ সম্মান দেওয়ার কথা বলেছেন। আজ এত বছর পরে পদ্মশ্রী সম্মান দেওয়ার প্রস্তাব তাঁকে আহত করেছে।

১৯৮৭ সালে ভারতের পদ্মশ্রী সম্মাননা ফিরিয়ে দিয়েছিলেন কিংবদন্তি বাঙালি গায়ক ও সংগীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়। এবার আরেক কিংবদন্তি বাঙালি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ও পদ্মশ্রী সম্মাননা ফিরিয়ে দিলেন। এ বছর একই সম্মাননা ফিরিয়ে দিয়েছেন পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ও। অপমানবোধ থেকেই তারা মোদী সরকারের পক্ষ থেকে দেওয়া পুরস্কারটি ফিরিয়ে দিয়েছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস