মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন


DhakaReport24.com || 2021-12-12 17:57:45
নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন

“স্বাধীনতার ৫০ বছরে আদিবাসীদের জন্য অর্জন ও অঙ্গিকারের আলোকে” কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির উদ্যোগে আজ রবিবার বেলা ১১.৩০টায় নওগাঁর মুক্তি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলার আহ্বায়ক নরেন চন্দ্র পাহানের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, নওগাঁ জেলা সদস্য সচিব সভাপতি মহিন্দ্র পাহান, মান্দা উপজেলা সভাপতি নিরেন উরাও, সদর উপজেলা সভাপতি অনিতা তির্কী, আদিবাসী ছাত্র পরিষদ পত্নীতলা উপজেলা সভাপতি সুজিত পাহান, মহাদেবপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক পলাশ পাহান, আদিবাষী নারী নেত্রী আরতী পাহান প্রমূখ।
 
সংহতি বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিসদ নওগাঁ জেলা উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল, এ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন প্রমূখ।
 
বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে আদিবাসীদের জন্য অর্জনের তুলনায় বঞ্চনার ইতিহাস বেশি। আদিবাসীদের অধিকার যা অর্জন হয়েছে তার চেয়ে বেশি অধিকার বঞ্চিত হয়েছে। দীর্ঘ ৫০ বছরেও আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি রক্ষায় স্বাধীন ভূমি কমিশন গঠন, আদিবাসী নির্যাতন-হত্যা-ধর্ষণ-ভূমি থেকে উচ্ছেদ বন্ধ হয়নি। ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে আদিবাসী কোটা পূনর্বহাল করার দাবি জানান বক্তারা। আদিবাসীদের সঠিক পরিসংখ্যান না থাকায় আদিবাসীদের জন্য সুষ্ঠ বরাদ্দ ও বন্টন হচ্ছে না। আদিবাসীদের নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক পর্যায়ে শিক্ষাদানের লক্ষ্যে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হলেও শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ ও নীতিমালা না করায় তা মুখ থুবড়ে পড়েছে। নওগাঁর আলফ্রেড সরেন হত্যা, গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের গুলিতে তিন সাঁওতাল আদিবাসী হত্যা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের উপর সংঘটিত হত্যাকান্ড, নির্যাতন, নারী ধর্ষণ, উচ্ছেদ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান বক্তারা। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন সহ জাতীয় আদিবাসী পরিষদদের ৯দফা দাবি বাস্তবায়নেরও দাবি জানানা বক্তারা।
 
উল্লেখ্য, রাজশাহী জেলা ও মহানগর, দিনাজপুর, ঠাকুরগাঁও জেলা সহ বিভিন্ন জেলায় একযোগে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।