মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দলে হাসারাঙ্গা

>> দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

>> মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ

>> মুলতানকে কাঁদিয়ে ইসলামাবাদের হ্যাটট্রিক শিরোপা জয়

>> খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ

>> দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা

>> ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, ২০ ফিলিস্তিনি নিহত

>> সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

>> জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী

>> সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপনি পড়ছেন : বিনোদন

রিয়া সেন যে কারণে বলিউড ছাড়েন


DhakaReport24.com || 2021-06-20 22:01:15
রিয়া সেন যে কারণে বলিউড ছাড়েন



সবসময় দৈহিকভাবে ‘আকর্ষণীয়’ দেখানোর চাপের কারণেই বলিউড ছাড়েন রিয়া সেন। মাত্র ১৬ বছর বয়সেই  ‘সেক্সি’ তকমা পেয়েছিলেন তিনি। অভিনেত্রীর মতে, এই কথা শুনতে শুনতে হাঁফিয়ে উঠতেন তিনি।

রিয়া সেন মানে যেন শুধুই শরীরী অভিব্যক্তি। গা-ঢাকা পোশাকে ছবি দিয়েও মহানায়িকা সুচিত্রা সেনের ছোট নাতনির ছবিতে মন্তব্য জুটেছে ‘মারাত্মক উষ্ণ’! শুধুই ছবি নয়, বলিউডে যে ক’টি ওয়েব সিরিজ, সিনেমা করেছেন তাতেও তার অভিনীত চরিত্র, তার নামের পাশে একই ট্যাগ।

এই কারণেই কি একটা সময়ের পর বলিউডকে বিদায় জানাতে বাধ্য হন সুচিত্রা নাতনি।


সম্প্রতি বলিউড সংবাদমাধ্যম সব প্রশ্নের জবাব হাজির করল রিয়ার জবানিতে। যেখানে রিয়ার দাবি, অভিনয় দুনিয়ায় আসার আগে থেকেই তার গায়ে এই তকমা। রিয়ার আফসোস, ‘মাত্র ১৬ বছর বয়সে স্কুলে পড়ার সময় প্রথম শুনি, আমি সেক্সি! সেই শুরু। অত ছোট বয়স থেকে যৌনতার এই তকমা বহন করে চলতে হয়েছে আমায়।’

এরপরে অভিনয় দুনিয়ায় পা রাখেন রিয়া। সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি। তিনি বলেন, তখন আমি খুবই ছোট। যা বলা হতো, তাই করতাম। ছোট পোশাক পরতে রাজি হয়ে যেতাম। চড়া রূপসজ্জা করতাম। এতে যে ‘যৌন আবেদন’ আরো জোরালো হয়ে উঠত, বুঝতে পারিনি।

রিয়ার অকপট স্বীকারোক্তি, আজ বুঝি, মুঠো মুঠো ছবিতে অভিনয়ের পরেও কেন হাতেগোনা কয়েকটি ছবি দর্শকদের প্রশংসা পেয়েছিল। সবাই কেন বলতেন, রিয়া বাজে অভিনেত্রী। কেবল যৌন আবেদনময়ী। দর্শক, সমালোচকদের কোনো দোষ নেই। আমাকে প্রায় সব ছবিতেই ওইভাবে দেখানো হয়েছিল। 

অভিনয় থেকে অনেক দূরে থাকা অভিনেত্রী আজ যখন তার অভিনীত ছবি দেখেন, নিজেই সেটা বুঝতে পারেন। একইসাথে লজ্জায় কুঁকড়ে যান। তার মনে হয়, যেটা তিনি নন সেটাই জোর করে দিনের পর দিন পর্দায় ফুটিয়ে তুলেছেন।

এই জন্যে আগে রিয়াকে দেখলে নাকি লোকের আচরণ বদলে যেত। রিয়ার দাবি, সবাই মনে করতেন পর্দার আর বাস্তবের রিয়া এক। তিনি আর যৌনতা অভিন্ন। কিছুতেই কাউকে বোঝাতে পারতেন না, আদতে তিনি শরীরসর্বস্ব নন। তত দিনে অনেক দেরি হয়ে গেছে। দর্শক মনে ছাপ ফেলেছে তার নিচু মানের ছবি। তাই ভাবমূর্তি বদলাতে বলিউড থেকে, অভিনয় থেকে এক সময় নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন তিনি।

রিয়া সেনের অভিনয় যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে ফাল্গুনি পাথাকের মিউজিক ভিডিও ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’তে কাজ করে। তারপরেই হিন্দি সিনেমায় কাজ করার প্রস্তাব পাওয়া শুরু করেন এই বাঙালি অভিনেত্রী।

বলিউডের ‘স্টাইল’ (২০০১), ‘ঝঙ্কার বিটস’ (২০০৩), ‘কিয়ামাত: সিটি আন্ডার থ্রেট (২০০৩) ছবিগুলোর পরে বাংলা ছবিতে কাজ করা শুরু করেন সুচিত্রা সেনের এই নাতনি।

ঋতুপর্ণ ঘোষের নৌকাডুবি (২০১১), ২০১৪ সালের শ্রীজিৎ মুখার্জীর ‘জাতিস্মর’ এবং ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সৈকত নাসির ও সুজিত মন্ডল পরিচালিত ২০১৬ সালের ‘হিরো ৪২০’ ছবিতে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা তুলে ধরতে সক্ষম হন রিয়া সেন।