মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পুরস্কার বিতরণ সম্পন্ন


নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-24 14:48:00
নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পুরস্কার বিতরণ সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মজয়ন্তীতে জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজিত "নজরুল সংগীত” ও "কবিতা আবৃত্তি" প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে বিজয়ীদের হাতে বই, ক্রেস্ট, সনদপত্র তুলে দেওয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি হাবিবুল্লাহ বেলালি (মারুফ) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজিদ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিহার সরকার অংকুর, সহ সভাপতি তিতলি দাস, সাংগঠনিক সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ান, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিহাদুজ্জামান জিসান, সহোযোগী সদস্য মোঃ শাকিল বাবু।

কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লামিয়া খন্দকার, দ্বিতীয় স্থান অধিকারী লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিদা আনজুম সারা, তৃতীয় স্থান অধিকারী ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্ষা রায় চৌধুরী এবং নজরুল সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারী মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজানা আহসান ছোঁয়া, দ্বিতীয় স্থান অধিকারী ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিজাম উদ্দিন, তৃতীয় স্থান অধিকারী লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাতী জান্নাত মীম।

আকিদা আনজুম সারা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনের বড় একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে। আমি ভাবতে পারিনি যে এতগুলো প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ী হতে পারবো। আমি প্রেসক্লাবকে ধন্যবাদ জানচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য।"

উল্লেখ্য, গত ২০২১ সালের ০১ লা জুনে "নজরুল সংগীত" ও "কবিতা আবৃত্তি" প্রতিযোগিতায় বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হয়েছিল।


ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম