মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

৫ চৈত্র ১৪৩০

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

মালদ্বীপকে ২-১ গোলে হারালো বাংলাদেশ


DhakaReport24.com || 2021-11-13 19:51:00
 মালদ্বীপকে ২-১ গোলে হারালো বাংলাদেশ



শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ট্রফিতে শনিবার মালদ্বীপকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। 

জামাল ভূইয়া দলকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মালদ্বীপের মোহামেদ উমাইর। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন তপু।

সেই ২০০৩ সালের পর থেকে মালদ্বীপের বিপক্ষে জয় যেন হয়ে উঠেছিল সোনার হরিণ। মাঝের ১৮ বছরে সঙ্গী ছিল চার ম্যাচ হারের বিষাদ। অবশেষে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারল বাংলাদেশ। 
শুরুতে এগিয়ে গেলেও পরে গোল খেয়ে জাগে পুরনো শঙ্কা। তবে শেষ দিকে ডিফেন্ডার তপু বর্মনের গোলে জয়ের উচ্ছ্বাসে ফেটে পড়ে বাংলাদেশ।

এর আগে ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে সবশেষ মালদ্বীপের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। সাফের সেই ফাইনালে যদিও টাইব্রেকারে জেতে তারা। গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে হারে বাংলাদেশ।
আগামী ১৬ নভেম্বর রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে নিজেদের সবশেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।